সাতক্ষীরায় আমরা ৯২’র মিলনমেলা
প্রকাশিত : ০৪:৪৯ অপরাহ্ণ, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার 135 বার পঠিত
সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে অনুষ্ঠিত হয়ে গেল আমরা ৯২’র মিলনমেলা। সাতক্ষীরা জেলার বিভিন্ন স্কুল থেকে যারা ১৯৯২ সালে এসএসসি পাশ করেছিল, তাদের সংগঠন ‘আমরা ৯২’ এই আয়োজন করে।
শুক্রবার সকাল থেকে পরিবার নিয়ে অনুষ্ঠানে যোগ দেয় বেশিরভগ সহপাঠী। দীর্ঘ বিরতিতে দেখা হয় এক বন্ধুর সঙ্গে আরেক বন্ধুর। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। আমরা ৯২ এর আহবায়ক সোহেল জানান, কারো কারো সঙ্গে দেখা হয়েছে ২০-২৫ বছর পর। তাই আবেগ ছিল বেশি। বন্ধুরা সবাই ব্যক্তিগত স্মৃতিচারণ, খুনশুটিতে মেতে ছিল সারাদিন।
এছড়া দিনভর শিশু এবং অতিথিদের ক্রীড়া প্রতিযোগিতায় মুখর ছিল পুরো চত্বর। ছিল সাংস্কৃতিক আয়োজন। আমরা ৯২ এর বন্ধুদের উৎসাহ দিতে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাতক্ষীরার এসএসসি ১৯৭২ ব্যাচের সদস্য বিশিষ্ট সমাজসেবী খলিলুল্লাহ ঝড়ু।
আমরা ৯২ এর সদস্য হিসাবে অনুষ্ঠানে যোগ দেন সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, নারী কমিশনার জোসনা আরাসহ ১৩১ জন বন্ধু।
অনুষ্ঠান শেষে, ১৯৯২ সালে সাতক্ষীরা জেলার যে কোন স্কুল থেকে যাদের এসএসএস সি পরীক্ষা দেয়ার কথা ছিল, তাদের সবাইকে আমরা ৯২ এ যুক্ত হওয়ার আহবান জানানো হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দর্পণ বাংলা'কে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দর্পণ বাংলা'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।