রাঙ্গাবালীতে ইয়াবাসহ এক নওমুসলিম গ্রেফতার
প্রকাশিত : ১০:০৪ অপরাহ্ণ, ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার 17 বার পঠিত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ২২ পিস ইয়াবাসহ নওমুসলিম মবিন হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চরকাশেম গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মবিন কেরানীগঞ্জের ব্রাহ্মনকিত্তা এলাকার মৃত গোসাই সরকারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরকাশেম গ্রামের বাসিন্দা রিফাত হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাড়ি থেকে ২২ পিস ইয়াবাসহ মবিনকে আটক করা হয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দর্পণ বাংলা'কে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দর্পণ বাংলা'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।