আট বছরে বার্তা বাজার
প্রকাশিত : ০৪:২৮ অপরাহ্ণ, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার 36 বার পঠিত
সময়ের প্রতিধ্বনি স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল “বার্তা বাজার” এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রাঙ্গাবালী প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় ।
“বার্তা বাজার” এর রাঙ্গাবালী প্রতিনিধি মোঃ সাব্বির হোসাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর এবং একাত্তর টেলিভিশনের রাঙ্গাবালী প্রতিনিধি ও রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, দৈনিক কালের কণ্ঠের রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি ও রাঙ্গাবালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল, দৈনিক যায়যায়দিনের রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি আইয়ূব খান , দৈনিক আমার সংবাদের মনিরুল ইসলাম, দৈনিক সকাল বেলার ফিরুজ ফরাজী , আলোর প্রতিদিনের বনী আমিন, দৈনিক নবচেতনার এম জিয়াদ, বাংলাদেশ ট্রিবিউনের মাহমুদ হাসান এবং দৈনিক শিরোমণির তুহিন রাজ প্রমুখ। সবশেষে বার্তা বাজারের সফলতা কামনা করে প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দর্পণ বাংলা'কে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দর্পণ বাংলা'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।