ইউনিয়ন পরিষদে চুরি!
প্রকাশিত : ০৪:৫৯ অপরাহ্ণ, ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার 35 বার পঠিত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদে চুরি হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে ।
জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে তালা কেটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষের ঢুকে দুর্বৃত্ত। পরে চেয়ারম্যানের টেবিল ভেঙে সেখান থেকে টাকা নিয়ে যায়। ওই ইউনিয়নের গ্রাম পুলিশ দফাদার হাবিবুল্লাহ বলেন, শুক্রবার সকালে পরিষদে এসে চেয়ারম্যানের কক্ষের তালা ভাঙা দেখে তিনি রাঙ্গাবালী থানা পুলিশ এবং চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন। ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মান্নান দাবি করেন, তার ধান বিক্রির চার লাখ টাকা নিয়ে গেছে ওই দুর্বৃত্তরা।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পরিষদে গিয়ে ফিঙ্গার প্রিন্ট ও আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় চার লাখ টাকা চুরির একটি অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দর্পণ বাংলা'কে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দর্পণ বাংলা'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।